ফুলগাজী প্রতিনিধি
ফেনীর ফুলগাজীতে অবৈধ বালু উত্তোলন দায়ে চারটি মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুর ২টায় ফুলগাজী সদর ইউনিয়নের আওতাধীন নাপিত কোনা এলাকায় মুহুরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মেশিনগুলো জব্দ করা হয়েছে। ফুলগাজী উপজেলা সহকারি কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ৪টি বালু উত্তোলনের মেশিন জব্দ করে, ফুলগাজী থানা হেফাজতে দেওয়া হয়।