৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • জাতীয় >> টপ নিউজ
  • মশাল মিছিল থেকে গাড়িতে আগুন দেওয়ার দৃশ্য ধরা পড়ল সিসিটিভিতে
  • মশাল মিছিল থেকে গাড়িতে আগুন দেওয়ার দৃশ্য ধরা পড়ল সিসিটিভিতে

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক

    রাজধানীর রামপুরায় অবরোধকারীদের মশাল মিছিল থেকে পিকআপ ভ্যান আগুন দেওয়া হয়। সেই আগুনে পুড়ে যায় রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা গাড়িটি। সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনা ধরা পড়েছে। সেই ভিডিও দেখে হামলাকারীদের সনাক্ত করছে পুলিশ।

    রবিবার রাত আটটয় আগুন লাগানোর ওই ঘটনার সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে দেখা যায়, রামপুরার বাংলাদেশ টেলিভিশন ভবনের দিক থেকে অবরোধের সমর্থনে একটি মশাল মিছিল রামপুরা বাজারের দিকে যায়। মিছিলটি রামপুরা বাজারের কাছে পলাশবাগে ইউটার্ন নিয়ে আবার রামপুরা ব্রিজ অভিমুখে এগিয়ে যায়। কিন্তু ইউটার্ন নিয়ে মাত্র কয়েক গজ সামনে এসেই মিছিলকারী বিএনপি কর্মীরা হাতে থাকা মশাল নিয়ে রাস্তার বাম পাশে দাঁড়ানো একটি পিকআপ ভ্যানে হামলা চালায়। এসময় তদের হাতে থাকা মশাল দিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। যা সিসিটিভির ওই ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায়।

    হামলাকারীরা যখন মিছিল গাড়িটিতে অগ্নিসংযোগ করে তখন আশপাশের মানুষজন ভয়ে ছুটোছুটি করতে থাকেন। এই সুযোগে এলাকা ত্যাগ করে অবরোধ সমর্থনকারীরা।

    সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত করছে পুলিশ। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওলাদ হোসেন জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানটিতে অবরোধকারীরা আগুন দিয়েছে। পুলিশ ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

    এদিকে দশম দফা অবরোধের প্রথম দিন রবিবার রাজধানী ঢাকার ফুলবাড়ীয়ায় পুলিশে সদরদপ্তরের সামনে ভিক্টোরিয়া পরিবহনের একটি বাসেও আগুন দিয়েছে অবরোধকারীরা। এছাড়া একই দিন যাত্রী সেজে গাজীপুরের জিরানিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় অবরোধকারীরা। এছাড়া নাটোর শহরের বড়হরিশপুর এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা তিনটি বাসেও আগুন দেয় অবরোধকারীরা।

    আরও পড়ুন

    যুবকদের প্রশংসা করলেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ
    ফেনীতে বন্যাদুর্গতদের বিজিবির চিকিৎসা ও ওষুধ প্রদান
    ফেনীর বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি, কোথাও অবনতি
    বানের জলে ভাসিয়ে দেয়া হলো শিফুকে
    দাগনভূঞায় কৃষকদের প্রশিক্ষণ দিলো বিনা
    মিরসরাইয়ের ঝর্ণায় ঘুরতে এসে বিদ্যুৎস্পৃষ্টে দুই পর্যটকের মৃত্যু
    পরশুরাম ও ফুলগাজীতে তৃতীয় দফায় বন্যা
    ডেইলি মুহুরী ডট কমের উদ্বোধন