আমার ফেনী ডেস্ক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে ৩৮ জন। এরমধ্যে ফেনী ১ আসনে ১৪, ফেনী ২ আসনে ১০ ও ফেনী ৩ আসনে ১৪ জন।
ফেনী ১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া):
আওয়ামী লীগের আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জাসদ শিরিন আখতার, জাতীয় পার্টি থেকে শাহরিয়ার ইকবাল পাটোয়ারী, জাকের পার্টির রহিম উল্যাহ ভূইয়া, তৃণমুল বিএনপি মো. শাহজাহান সাজু, বাংলাদেশ কংগ্রেস আনোয়ার কামরান মোর্শেদ, মো. আলমগীর আলম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট মাহবুব মোর্শেদ মজুমদার, বাংলাদেশ ইসলামীক ফ্রন্ট কাজী মো. নুরুল আলম, স্বতন্ত্র আবদুর রউফ, স্বতন্ত্র মিজানুল হক, স্বতন্ত্র তাজুল ইসলাম মজুমদার, স্বতন্ত্র মো.ফখরুল ইসলাম মজুমদার, স্বতন্ত্র আবুল হাশেম
ফেনী-২ (সদর): আসনে আওয়ামী লীগের নিজাম উদ্দিন হাজারী, জাতীয় পার্টির খন্দকার নজরুল ইসলাম, তৃণমুল বিএনপি আমজাদ হোসেন সবুজ, জাকের পার্টি নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামীক ফ্রন্ট মাওলানা নুরুল ইসলাম, খেলাফত আন্দোলন আবুল হোসেন, বাংলাদেশ কংগ্রেস মোহাম্মদ হোসেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট মাহবুব মোর্শেদ, মো. নুরুল ইসলাম ভূইয়া, স্বতন্ত্র আনোয়ারুল করিম ফারুক।
ফেনী ৩ (দাগনভূঞা, সোনাগাজী:
জাতীয় পার্টির লে.জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের আবুল বাশার, বাংলাদেশ সুপ্রিম পার্টি তবারক হোসেন, প্রগতিশীল গনতান্ত্রিক ফোরাম (পিডিএফ) আজিম উদ্দিন আহমেদ, জাকের পার্টি আবুল হোসেন, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ মো. আবু নাসির, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নিজাম উদ্দিন, সাংস্কৃতিক মুক্তি জোট জোবায়ের ইবনে সুফিয়ান, স্বতন্ত্র ইসতিয়াক আহমেদ সৈকত, স্বতন্ত্র আবদুল কাশেম আজাদ, স্বতন্ত্র জেড এম কামরুল আনাম, স্বতন্ত্র রহিম উল্যাহ, স্বতন্ত্র পারভীন আক্তার, স্বতন্ত্র আনোয়ারুল কবির।