জমির বেগ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীতে নৌকার মাঝি হতে চায় ৩০জন বলে জানা গেছে। ফেনীর ৩টি আসনে নৌকার মাঝি হতে এ পর্যন্ত ৩০জন দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বলে জানা যায়। সংখ্যাটি এখনও কেউ নিশ্চিত না করলেও সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ তাদের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে গত শনিবার থেকে। গতকাল মঙ্গলবার ছিলো দলীয় মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন। সারাদেশের ৩৩৬২জন গত চারদিনে আওয়ামী লীগের দলীয় মনোনয় সংগ্রহ করেছেন। যার মধ্যে অনলাইনে ফরম বিক্রি হয়েছে ১২১টি। বাকী ফরম বিক্রি হয়েছে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলীয় কার্যালয় থেকে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া এসব তথ্য নিশ্চিত করেছেন। এতে আওয়ামী লীগ শুধু ফরম বিক্রি করে আয় করেছেন ১৬ কোটি ৮১ লাখ টাকা।
জানা যায় ফেনীর তিনটি আসনের মধ্যে ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ১১ জন। ফেনী-২ (সদর) আসনে ৮ জন। ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে ১১জন।
যে সকল ব্যক্তি ও নেতা আওয়ামী লীগের দলীয় মনেনায়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন:
ফেনী-১ আসন থেকে মনোনয়ন সংগ্রহ কারীদের মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি শেখ আব্দুল্লাহ, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মজুমদার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল অ্যাডভোকেট সাহাব উদ্দিন টিপু, জুয়েল জাকারিয়া ও রোকেয়া বারীর নাম জানা গেছে।
ফেনী-২ আসনের জন্য যারা মনোনয়ন সংগ্রহ করেছেন তাদের মধ্যে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবাহান চৌধুরী, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফেনী পৌরসভার সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন মিয়া হাজারী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক ছাত্র ও যুব নেতা শাখাওয়াত হোসেন ভূঁইয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন আহমেদ ভূঁইয়া (নাসির), বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন উপ-কমিটির সদস্য ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এড. কাজী ওয়ালী উদ্দিন ফয়সাল এর নাম জানা গেছে।
ফেনী-৩ আসন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হুমায়ুন, সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ, এফবিসিসিআই’র পরিচালক অভিনেত্রী শমী কায়সার, ফেনী জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার, সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জেড. এম. কামরুল আনাম, জাপান আওয়ামী লীগের আহ্বায়ক সামছুল আলম ভুট্টু, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি বিষয়ক ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য প্রবাসী এ কে আজাদ, চাকসুর সাবেক জিএস আজিম উদ্দিন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এড. নিজাম উদ্দিন, সাবেক যুবলীগ নেতা আমজাদ হাজারী, সাবেক এমপি হাজী রহিম উল্যাহর স্ত্রী পারভিন আক্তার এর নাম জানা গেছে।
এদিকে ফেনীর তিনটি সংসদীয় আসনের মধ্যে বর্তমানে শুধু ফেনী-২ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সংসদ সদস্য হিসেবে রয়েছে।
প্রসঙ্গত, এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।