পরশুরাম প্রতিনিধি
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম আমেরিকাকে ইঙ্গিত করে বলেন, নিজ দেশে তারা মানুষ মারছে আমাদের গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কেউ হস্তক্ষেপ করুক তা কাম্য নয়।
গতকাল শুক্রবার পরশুরাম পাইলট হাইস্কুল মাঠে বিএনপি, জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পরশুরাম পৌর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার বিগত বিশ বছর ধরে ক্ষমতা থেকে দেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে। ফেনী-বিলোনিয়া সড়ক ফোর লেনে উন্নতিকরণ প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কতৃজ্ঞতা জানান।
তিনি এলাকাবাসীকে স্মরণ করে দিয়ে বলেন, আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকুরী কালীন সময়ে এ এলাকায় স্কুল, কলেজ, রাস্তঘাট, পুল কালভার্টসহ অনেক কিছু নির্মাণ করছি। উন্নয়নের কোন দল নেই। দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করলে দেশ আরো সমৃদ্বশালী হবে।
পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদ উল্ল্যাহ মজুদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং পৌর কাউন্সিলর আব্দুর রসুল মজুমদার স্বপনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি চিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির ত্রান ও সমাজ কল্যান বিষয়ক উপ কমিটির সদস্য জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান আজাদ, জলা আওয়ামী লীগের সদস্য জহিরুল ইসলাম বাব প্রমুখ।