শহর প্রতিনিধি
ফেনী পৌরসভার ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে দেড় কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে মধুপুর ভূঁঞা বাড়ি ও মালি পুকুর সংলগ্ন স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী। এসময় পৌর মেয়র বলেন, এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তা গুলো কার্পেটিং করার। আজ সেই দাবী আমরা পূরণ করছি। শুধু এই রাস্তা না ফেনী পৌর এলাকার এক ইঞ্চি রাস্তাও কাঁচা থাকবে না সকল রাস্তা পাকা করণ ও কার্পেটিং করা হবে।
ফেনী সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী নেতৃত্বে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডের প্রতিটি বাড়িতে বাড়িতে নিজাম হাজারীর উন্নয়নের ছোঁয়া পৌঁছেছে। পৌর এলাকায় নিজাম হাজারীর উন্নয়ন দৃশ্যমান রয়েছে। নিজাম হাজারীর নির্দেশে আগামী নির্বাচনের আগে পৌর এলাকার অসমাপ্ত সকল কাজ সমাপ্ত করা হবে। এই শহরকে মানুষের বসবাসযোগ্য একটি শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। মেয়র আরো বলেন, এ সকল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় প্রার্থী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করার উদাত্ত আহ্বান জানান তিনি।
এসময় ফেনী জেলা মুক্তিযুদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার স্থানীয় বাসীন্দা আবদুল মোতালেব বলেন, সড়কগুলো বাইপাস সড়ক হিসেবে মানুষের যাতায়াতের জন্য ভূমিকা রাখবে। অনেক সময় দূরদূরান্ত ঘুরে আমাদের শহরে যেতে হতো। এখন খুব অল্প সময়ে গন্তব্যে আসতে এবং যেতে পারবো। ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহমান জানান, দীর্ঘদিনের দাবি ছিল এই সড়কটি পাকাকরণের জন্য। দীর্ঘ সময় দুঃখ-দুর্দশা অতিক্রম করেছি। এই সড়কটি পাকা করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
ফেনী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন সুমন জানান, ফেনী পৌরসভার ১৫নং ওয়ার্ডেরর মধুপুর হাজী মোখলেছুর রহমান সড়ক কার্পেটিং কাজে ৭৩ লাখ টাকা ব্যয়ে ৯৫০ মিটার কাঁচা রাস্তাকে কার্পেটং রাস্তা করেন ও ১৪ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা নুরুল আফছার সড়ক কার্পেটিং কজে ৭৫ লাখ টাকা ব্যয়ে ১০৫০ মিটার কাঁচা রাস্তাকে কার্পেটিং রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বিশেষ করে লাল মিয়া মুন্সি রোড থেকে মালেক মিয়ার বাজার সংযোগ সড়ক আর মালেক মিয়ার বাজার থেকে সরাসির ঢাকা-চট্টগ্রাম মাহসড়কের সাথে বাইপাস সড়ক হিসেবে ভূমিকা রাখবে।
এসময় ফেনী পৌরসভার প্যানেল মেয়র-৩ মঞ্জু রানী দেবী, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম দিদার, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল হক ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন তসলিম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।