আমার ফেনী ডেস্ক
ফেনী জেলা বিএনপি নেতাদের প্রশাসন কতৃক প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আলাল জানান, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদকে পুলিশ প্রাণনাশের হুমকি দিয়েছেন। জেলা বিএনপি প্রশাসন কর্তৃক এ হুমকির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে তিনি জানান, অবৈধ সরকারের পদত্যাগের ১ দফা দাবীতে বিএনপি’র আন্দোলন সংগ্রামকে কেন্দ্র করে গত সোমবার রাতে ফেনী পুলিশ প্রশাসনের প্রায় শতাধিক কর্মকর্তা রামপুরে নেতাকর্মীদের বাড়িয়ে গিয়ে উল্লেখিত নেতাদের ঘরে ঢুকে পরিবারের সদস্যদেরকে নানাবিধ ভয়ভীতি ও হুমকি প্রদান করেছেন। এসময় প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা পরিবারের সদস্যদের জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে তারা আত্মসমর্পণ না করলে তাদের যে কোন ভয়ংকর পরিণতি হবে। তারা প্রকাশ্যে তাদের প্রাণনাশের হুমকি প্রদান করেন।
জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, প্রশাসনের এহেন ঘৃণ্য আচরণ কোন সভ্য দেশের রাষ্ট্রীয় বাহিনীর আচরণ হতে পারেনা। ফেনীর পুলিশ প্রশাসন আওয়ামী রক্ষী বাহিনীর ভূঁমিকায় অবতীর্ণ হয়েছে। তারা পুলিশি হুমকির তীব্র প্রতিবাদ জানান।