১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • খেলাধুলা >> টপ নিউজ
  • ডাবল হ্যাটট্রিক হারের পর অবশেষে স্বস্তির জয়
  • ডাবল হ্যাটট্রিক হারের পর অবশেষে স্বস্তির জয়

    দৈনিক আমার ফেনী

    ওমর ফারুকঃ বিশ্বকাপে টানা ৬ পরাজয়ের পর অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটে জয় পেল বাংলাদেশ। এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন জিইয়ে রাখলো বাংলাদেশ। আজ দিল্লীতে ২৮০ রানের জয়ের লক্ষ্যে দলীয় ১৭ রানের মাথায় ওপেনার তানজিদ তামিমের উইকেট হারায় বাংলাদেশ। এরপর ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন লিটন দাস। ফের শঙ্কা জাগে ব্যাটিং বিপর্যয়ের। তবে অধিনায়ক সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন শান্ত।

    আফগানিস্তানের বিপক্ষে জেতা ম্যাচের পর ৬ ম্যাচে ব্যাটে রান পাননি শান্ত। বাংলাদেশও হারে টানা ৬ ম্যাচ। সেমিতে খেলার স্বপ্ন নিয়ে ভারতে আসা বাংলাদেশ, সবার আগেই ছিটকে যায় সেমির দৌড় থেকে। এবার শ্রীলঙ্কার বিপক্ষে শান্ত-সাকিবের ফিফটিতে ব্যাটিংয়ে ছন্দই খুঁজে পেলো টাইগাররা। ১২ চারে ১০১ বলে ৯০ রানের ইনিংস খেলেন শান্ত। ৬৫ বলে ১২ চার ও ২ ছক্কায় ৮২ রান করে আউট হন সাকিব। সাকিব-শান্তর বিদায়ের পর থিতু হতে পারেননি মুশফিকুর রহিম। তার ব্যাট থেকে আসে ১০ বলে ১৩ রান। জয়ের কাছে এসে ছন্দে থাকা মাহমুদউল্লাহ রিয়াদও বেশিক্ষণ টিকতে পারেননি। রিয়াদের ব্যাট থেকে ২৩ বলে ৩ চার ১ ছক্কায় ২২ রান। দলীয় ২৬৯ রানে জয় থেকে ১১ রান দূরে থাকতে মিরাজের উইকেট হারায় বাংলাদেশ। ফের তৈরি হয় নাটকীয়তা। শেষ ৩০ রান তুলতে ৩ উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪১.১ ওভারে বাংলাদেশের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তাওহিদ হৃদয় ও তানজিম হাসান সাকিব।

    এর আগে ব্যাট করতে নেমে লঙ্কানদের হয়ে ভালো শুরু পেয়েও বড় ইনিংস খেলতে পারেননি পাথুম নিশাঙ্কা (৪১), সাদিরা সামারাবিক্রমা (৪১)। তবে সেঞ্চুরি তুলে দলকে বড় সংগ্রহের দিকে নেন চারিথ আসালঙ্কা। খেলেছেন ১০৫ বলে ১০৮ রানের দারুণ এক ইনিংস।৪৯.৩ ওভারে লঙ্কানদের অলআউট করার পথে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা পেসার তানজিম হাসান সাকিব। তবে ১০ ওভারে খরচ করেন ৮০ রান। দুইটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও অধিনায়ক সাকিব।

    ইনিংসের প্রথম ওভারেই কুশল পেরেরাকে ফেরান শরিফুল (৪)। এরপর ৬১ রানের জুটি কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার। সাকিব আক্রমণে এসেই ফেরান মেন্ডিসকে (১৯)। পরের ওভারে পেসার তানজিম সাকিবের শিকার ৩৬ বলে ৪১ রান করা নিশাঙ্কা।

    ৩ উইকেটে ৭২ রানে পরিণত হয় শ্রীলঙ্কা। সেখান থেকে ৬৩ রানে জুটি আসালঙ্কা ও সামারাবিক্রমার। এ দফায়ও জুটি ভাঙেন দলপতি সাকিব।ইনিংসের ২৫তম ওভারে ৪২ বলে ৪১ রান করা সামারাবিক্রমা ক্যাচ দেন মাহমুদউল্লাহ রিয়াদকে। পরের বলেই নাটকীয়ভাবে ফিরতে হয়েছে নতুন ব্যাটার অ্যাঞ্জেলা ম্যাথুসকে। অভিজ্ঞ এই শ্রীলঙ্কান করেছেন ছেলেমানুষি ভুল, দিয়েছেন খেসারতও। ক্রিজে আসার পথে তার মনে হয়েছে হেলমেটে কোনো সমস্যা। তাই সাথে সাথে বিকল্প খেলোয়াড়কে ভালো হেলমেট আনতে বলেন। ততক্ষণে কেটে গেছে ৩ মিনিটের বেশি সময়। হাতে থাকা হেলমেটের সমস্যা দেখিয়ে আম্পায়ার ও বাংলাদেশ অধিনায়ক সাকিবকে বুঝানোর চেষ্টা করেন ম্যাথুস। বিনয়ী হয়ে কথা বললেও নিজেদের আপিল তুলে নেয়নি সাকিব। যেখানে নিয়ম অনুসারে একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর পরবর্তী ব্যাটসম্যান ৩ মিনিটের মধ্যে পরের বল মোকাবেলা করতে হবে। এমসিসি আইনের ৪০.১১ ও ৪০.১২ অনুচ্ছেদে বিষয়গুলো স্পষ্ট করা আছে।

    কিন্তু ম্যাথুসের মতো অভিজ্ঞ একজন ক্রিকেটারের এমন ভুলে অনেকেই অবাক হয়েছেন। কারণ নিয়ম অনুসারে অন্তত ক্রিজে গিয়ে এক বল মোকাবেলা করে হেলমেট বদলাতে পারতেন। অথচ নিজের ভুলে ক্রিজে গিয়ে কোনো বল মোকাবেলার আগেই মাঠ ছাড়তে হয় তাকে। শ্রীলঙ্কা পরিণত হয় ৫ উইকেটে ১৩৩ রানে।

    আন্তর্জাতিক ক্রিকেটে এটিই প্রথম টাইমড আউট। সব মিলিয়ে এর আগে স্বীকৃত ক্রিকেটেই এমন নজির আছে মাত্র ৬ টি।
    ম্যাথুসের এমন বিদায়ের পর ৭৮ রানের জুটি আসালঙ্কা-ডি সিলভার। ততক্ষণে ৫৬ বলে ফিফটি তুলে নেন আসালঙ্কা। ৩৪ রান করা ধনঞ্জয়া ডি সিলভা আউট হলেও দলকে টেনে নেওয়ার কাজটা করেন আসালঙ্কা।

    ৭ম উইকেট জুটিতে ৪৫ রান যোগ করেন মাহিশ থিকশানাকে নিয়ে। থিকশানা ২২ রান করে বিদায় নিলেও ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন আসালঙ্কা। শরিফুলের করা ইনিংসের ৪৮ তম ওভারে এই বাঁহাতি ব্যাটার ছুঁয়েছেন সেঞ্চুরি। ১০১ বলে সেঞ্চুরিতে পৌঁছে শেষ পর্যন্ত আউট হন ১০৫ বলে ৬ চার ৫ ছক্কায় ১০৮ রানে। তার বিদায়ের পর ১ রানের ব্যবধানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা ইনিংস।

    আরও পড়ুন

    মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ
    ফুলগাজীতে গুড়িয়ে দেয়া হলো ইটভাটা, জরিমানা ৭ লাখ টাকা
    ফেনীতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট গ্রেপ্তার-৯
    গ্রামের বাড়ি হলো পতিতা পল্লী
    ক্রীড়া সংস্থার কমিটি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি
    জনসভাকে কেন্দ্র করে জেলা বিএনপির প্রস্তুতি সভা
    ফাজিলপুরে যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    চাঁদাবাজির অভিযোগে জামায়াতের জাকির বহিষ্কার