আমার ফেনী ডেস্ক
নিজ ওয়ার্ডের বাসিন্দাদের বিনামূল্যে কাফন সামগ্রী দিচ্ছেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। গতকাল বুধবার বাদ আসর মহিপাল সরকারি কলেজ জামে মসজিদের নতুন ভবন ও মসজিদের নতুন কিতাব ঘর এবং গ্রন্থাগার উদ্বোধনকালে মেয়র এমন ঘোষনা দেন। মসজিদের কিতাব ঘর ও গ্রন্থাগারটিতে কিতাবসহ ইসালামি সামগ্রী বিক্রি করা জন্য নির্ধারণ করা হলেও মেয়র কিতাব ঘরটিতে কাফনের কাপড়সহ কাফন সামগ্রী রাখার জন্য মসজিদ কমিটিকে নির্দেশনা দেন। বৃহস্পতিবার একশত জনের কাফনের কাপড় ও কাফনের আনুষাঙ্গিক সামগ্রী ক্রয় করে রাখার জন্য বলেন। এ কাফনের কাপড় ও কাফন সামগ্রী ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বিনা পয়সায় দেয়ার জন্য নির্দেশনা দেন মেয়র।
এসময় মেয়র মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য ৫ লাখ টাকা অনুদান দেয়ার কথা ঘোষনা করেন। প্রয়োজনে আরো দিবেন বলে জানান।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ও মহিপাল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকির আহমদ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সির নাসির উদ্দিন খান, দৈনিক আমার ফেনীর সম্পাদক ও প্রকাশক জমির বেগ, ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিনসহ স্থানীয় মুসল্লি ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা।
উদ্বোধন কালে দোয়া পরিচালনা করেন, মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ। এসময় কলেজের বিভিন্ন শিক্ষক ও মসজিদের ইমাম মাওলানা সফিউল আলম উপস্থিত ছিলেন।