১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • কাফন সামগ্রী দিচ্ছেন মেয়র স্বপন মিয়াজী
  • নিজ ওয়ার্ডের বাসিন্দাদের বিনামূল্যে

    কাফন সামগ্রী দিচ্ছেন মেয়র স্বপন মিয়াজী

    দৈনিক আমার ফেনী

    আমার ফেনী ডেস্ক
    নিজ ওয়ার্ডের বাসিন্দাদের বিনামূল্যে কাফন সামগ্রী দিচ্ছেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। গতকাল বুধবার বাদ আসর মহিপাল সরকারি কলেজ জামে মসজিদের নতুন ভবন ও মসজিদের নতুন কিতাব ঘর এবং গ্রন্থাগার উদ্বোধনকালে মেয়র এমন ঘোষনা দেন। মসজিদের কিতাব ঘর ও গ্রন্থাগারটিতে কিতাবসহ ইসালামি সামগ্রী বিক্রি করা জন্য নির্ধারণ করা হলেও মেয়র কিতাব ঘরটিতে কাফনের কাপড়সহ কাফন সামগ্রী রাখার জন্য মসজিদ কমিটিকে নির্দেশনা দেন। বৃহস্পতিবার একশত জনের কাফনের কাপড় ও কাফনের আনুষাঙ্গিক সামগ্রী ক্রয় করে রাখার জন্য বলেন। এ কাফনের কাপড় ও কাফন সামগ্রী ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বিনা পয়সায় দেয়ার জন্য নির্দেশনা দেন মেয়র।
    এসময় মেয়র মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য ৫ লাখ টাকা অনুদান দেয়ার কথা ঘোষনা করেন। প্রয়োজনে আরো দিবেন বলে জানান।
    উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ও মহিপাল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকির আহমদ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সির নাসির উদ্দিন খান, দৈনিক আমার ফেনীর সম্পাদক ও প্রকাশক জমির বেগ, ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিনসহ স্থানীয় মুসল্লি ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা।
    উদ্বোধন কালে দোয়া পরিচালনা করেন, মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ। এসময় কলেজের বিভিন্ন শিক্ষক ও মসজিদের ইমাম মাওলানা সফিউল আলম উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ
    ফুলগাজীতে গুড়িয়ে দেয়া হলো ইটভাটা, জরিমানা ৭ লাখ টাকা
    ফেনীতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট গ্রেপ্তার-৯
    গ্রামের বাড়ি হলো পতিতা পল্লী
    ক্রীড়া সংস্থার কমিটি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি
    জনসভাকে কেন্দ্র করে জেলা বিএনপির প্রস্তুতি সভা
    ফাজিলপুরে যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    চাঁদাবাজির অভিযোগে জামায়াতের জাকির বহিষ্কার