পরশুরাম প্রতিনিধি
বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ফেনীর পরশুরাম উপজেলা ছাত্রলীগ। গতকাল শনিবার সকাল থেকে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ নেতারা পরশুরাম বাজারের হাসপাতাল মোড়, ডাকবাংলো মোড়, দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং বিভিন্ন সড়কে মহড়া দেয়। এর পর বেলা ১২টার দিকে ছাত্রলীগ নেতারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলের নেতৃত্বে ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন, পরশুরাম কলেজ ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন শাহীন, পৌর ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক জিএম সোহেল, বক্সমাহমুদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনি মজুমদার, পরশুরাম উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শিমুল ঘোষ, ফিরোজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শিশির চৌধুরী, নাইমুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক নাইমুল হাসান নাজিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।