আমার ফেনী ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দেশব্যাপি উন্নয়নের চিত্র তুলে ধরতে ফেনীর দাগনভূঞা পৌরসভার উদ্যোগে এক ব্যতিক্রমী উন্নয়ন শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। রিকশা, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলযোগে প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রায় যানবাহনগুলো সজ্জিত ছিল পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন উন্নয়নের চিত্র সম্বলিত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে।
গতকাল শনিবার সকালে দাগনভূঞার আতাতুর্ক সরকারি হাইস্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক, মহাসড়ক ঘুরে দুপুরে বাজারের জিরো পয়েন্টে এসে শেষ হয়।
দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খানের সভাপতিত্বে শোভাযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বক্তারা বিগত ১৫ বছরে জাতীয় ও স্থানীয়ভাবে সরকারের অভাবনীয় উন্নয়নের কথা তুলে ধরেন। এবং উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগকে বিজয়ী করার আহবান জানান।