১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী >> ফেনী শহর
  • ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ফেনীতে জাকের পার্টির বিক্ষোভ
  • ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ফেনীতে জাকের পার্টির বিক্ষোভ

    দৈনিক আমার ফেনী

    শহর প্রতিনিধি
    ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ফেনী জেলা জাকের পার্টি। আজ ২৭ অক্টোবর (শুক্রবার) দুপুরে শহরের কেন্দ্রীয় বড় মসজিদের সামনে থেকে ফেনী জেলা জাকের পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিজান ময়দানের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রবিন ও ফেনী জেলা জাকের পার্টির সভাপতি রহিম উল্যাহ ভূইয়া। এ সময় তারা বলেন, চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরাইল দায়ী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। ফিলিস্তিনের গাজায় নিরপরাধ নারী, পুরুষ, শিশু, কিশোর ও বৃদ্ধদের ওপর নির্বিচার হামলা একটি গুরুতর মানবতাবিরোধী অপরাধ। অনতিবিলম্বে এ হামলা বন্ধ করতে হবে। কূটনৈতিক প্রক্রিয়ায় উভয় পক্ষেরই শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। পানি, খাদ্য, তেল, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে গাজার নিরীহ জনসাধারণকে মৃত্যুর মুখে নিক্ষেপ করা হচ্ছে। জাতিসংঘকে অনতিবিলম্বে এ নির্মমতার অবসান ঘটাতে হবে। ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ এবং মানবতার পক্ষে যেসব দেশ অবস্থান নেয়, তাদের গাজাবাসীর পাশে সর্বাত্মক সহয়তা ও সমর্থন নিয়ে দাঁড়ানো অতিজরুরি। উক্ত মানববন্ধনে ফেনী জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া,ফেনী জেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    ফেনীতে রেস্তোঁরা মালিকদের মানববন্ধন
    লেমুয়ায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সামগ্রী বিতরণ
    টপ সয়েল কাটায় ১জনকে জেল, ২টি পিকআপ জব্দ
    মিরসরাইয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহতের ঘটনায় যুবদলের আহ্বায়ক সহ গ্রেফতার ৪
    ছাগলনাইয়ায় সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়
    জমাদার বাজার ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ 
    ছাগলনাইয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
    পাইলট মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন