নিজস্ব প্রতিবেদক
ফেনীতে বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার দুপুরে
ঢাকায় মহা সমাবেশে যাওয়ার প্রস্তুতি মিটিং চলাকালে ফেনীর বিসিক শিল্পনগরী এলাকা থেকে চারজনকে ও সোনাগাজী থেকে একজনকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারৃতরা হলেন, ফেনী সদর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আতিকুর রহমান মামুন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মুন্সী এনামুল হক কামরুল ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. ইস্রাফিল ও সোনাগাজীর চর চান্দিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি মোহাম্মদ রাসেল।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সদীপ কুমার দাস জানান, বৃহষ্পতিবার ফেনী মডেল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ চারজনকে ফেনীর বিসিক এলাকা ও রাসেলকে অস্ত্রসহ সোনাগাজী থেকে সোনাগাজী থানা পুলিশ গ্রেফতার করেছেম
জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন, ২৮ অক্টোবর ঢাকা সমাবেশে যাওয়ার বিষয়ে ফেনীর বিসিক এলাকায় যুবদলের প্রস্তুতিসভা চলছিল। সেখান থেকে পুলিশ তাদের বিনাকারণে গ্রেফতার করেছে।