ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
ফুলগাজীতে উপজেলা স্কাউটসে নবাগতদের দীক্ষা অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহিনা আক্তার।
বৃহস্পতিবার দিনব্যাপী ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়ন, মুন্সীরহাট ইউনিয়ন, করইয়া কালিকাপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে, ফুলগাজী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে দীক্ষা অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মুছাম্মৎ শহিনা আক্তার। এসময় আরো উপস্থিত ছিলেন, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তানিয়া ভূঁইয়া, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. আল আমিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মে. আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক, ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধাশ শিক্ষক মো. মোজাম্মেল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।