নিজস্ব প্রতিনিধি
ফেনী সদর উপজেলার যেসব মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার দুপুরে ফটোকপি মেশিন বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফটোকপি মেশিন বিতরণ করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
এসময় ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন পাটোয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্লাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান জোৎস্না আক্তার জুসি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেনী সদর উপজেলা পরিষদের অর্থায়নে শর্শদি উচ্চ বিদ্যালয়, বালিগাঁও উচ্চ বিদ্যালয়, ধলিয়া উচ্চ বিদ্যালয়, লেমুয়া উচ্চ বিদ্যালয়, ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইন্স স্কুলে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে ফটোকপি মেশিন বিতরণ করা হয়েছে।