সোনাগাজী প্রতিনিধি :
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্নিঝড় ‘হামুন’ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদফতর উপকূলীয় উপজেলা সোনাগাজীর উপকূলে ৭ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে। এ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাতে ক্ষয়ক্ষতি এড়াতে মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে প্রস্তুতি সভা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, পৌরসভার মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম অনীক চৌধুরী, উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মোজাহিদ, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান আজিজুল হক হিরণ, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম ভূট্টো, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, উপজেলা রেডক্রিসেন্ট কর্মকর্তা মনিরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা তারেক আহমদ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিল আহমদ খান, পল্লী বিদ্যুতের এজিএম দেলোয়ার হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা প্রমুখ। সভায় উপকূলীয় লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বলা হয়েছে। ৪৩টি আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও নগদ অর্থ বরাদ্দ রাখা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবী সংগঠন, উপকূলবর্তী এলাকায় মানুষকে সচেতন করতে মাইকিং কার্যক্রম চলমান রাখা হয়েছে।