চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে প্রাচীন পাক্ষিক পত্রিকা ‘চৌদ্দগ্রাম সমাচার’ এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার চৌদ্দগ্রাম বাজারস্থ হোটেল ভোজন বিলাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাক্ষিক সমাচার পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও জাতীয় পার্টির(জাফর) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী মোহাম্মদ নাহিদ। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জগন্নাথদীঘি ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশা, জাতীয় পার্টির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খবির আহম্মদ মজুমদার, সিনিয়র সাংবাদিক আবদুল জলিল রিপন। চৌদ্দগ্রাম সমাচারের বার্তা সম্পাদক কাজী মোহাম্মদ শহীদের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম সমাচারের নির্বাহী সম্পদক আবু বকর সুজন। সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আক্তারুজ্জামান মজুমদার, আবুল বাশার রানা, মোঃ এমদাদ উল্যাহ, মোঃ বেলাল হোসাইন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ওবায়েদুল হক পাটোয়ারী, সাংবাদিক কামাল হোসেন নয়ন, মিজানুর রহমান মিনু, মোঃ শাহীন আলম, মনির হোসেন, কাজী সেলিম, আব্দুর বর লাভলু, আব্দুর রউফ, ইউসুফ মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।