সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে বিভিন্ন ভাতাভোগী ও প্রনোদনা প্রাপ্তদের সাথে মতবিনিময় সভা গতকাল সোমবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফেনী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইমাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, জোবেদা নাহার মিলি। এসময় পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু তৈয়ব বাবুল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রবিন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নেয়ামত উল্লাহ সহ ইউপি সদস্য, আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক হুমায়ুন রশিদ রিমন, ভাতাভোগী আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মজিবুর রহমান।