কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হুদার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার গভীর রাতে ওই ইউনিয়নের নুরুল হুদা চেয়ারম্যান বাড়ীতে এঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি তদন্তের পর জানা যাবে।
চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নুরুল হুদা বলেন, আমরা রাত ১২ টার দিকে ঘুমাতে যায়। হঠাৎ মাঝ রাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। জানালা খুলে দেখি আমাদের আসবাবপত্র রাখার ঘরে আগুন জ্বলছে আর সিমেন্টের টিন পোড়ার কারনে জোরে জোরে শব্দ হচ্ছে। ঘরের চারপাশে কেরোসিনের গন্ধ পাওয়া যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় কে বা কারা আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।