শহর প্রতিনিধি
ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম ইদ্দন হাজারী বলেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে হয়েছে। আজকে শেখ রাসেলের জন্মদিনে ফেনী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে, এখনো যেসব খুনি বিদেশে পালিয়ে বেড়াচ্ছে তাদেরকে ধরে এনে ফাঁসি কার্যকর করতে হবে। গতকাল বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন উপলক্ষে জেলা আওয়ামী লীগের দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে নিজাম হাজারী আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে শেখ রাসেল ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে। সেদিন ভাগ্যক্রমে বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা বিদেশে থাকার কারণে উনারা বেঁচে গিয়েছেন। ঘাতকরা সেদিন চিন্তা করেছিল এই নৃশংস হত্যাকা-ের মাধ্যমে বঙ্গবন্ধুর পরিবার যেন বাংলাদেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন করেছেন। আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতা আসবে।
‘শেখ রাসেল, দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল বুধবার সকালে শহরের জেল রোডেস্থ শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে পৌর লিবার্টি মার্কেটে অবস্থিত ফেনী জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার আলী হায়দারের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এ.কে.শহীদ খোন্দকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এসময় শেখ রাসেল ও বঙ্গবন্ধুর পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাস্টার পাড়া লমী হাজারী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আবদুর রাজ্জাক।
উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীবসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ঢাকায় ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্ম গ্রহণ করেন। বঙ্গবন্ধু তাঁর প্রিয় লেখক খ্যাতিমান দার্শনিক ও নোবেল বিজয়ী ব্যক্তিত্ব বার্ট্রান্ড রাসেলের নামানুসারে পরিবারের নতুন সদস্যের নাম রাখেন ‘রাসেল’। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে দেশি-বিদেশি চক্রান্তে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সাথে শেখ রাসেলকেও হত্যা করা হয়। তখন রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।