১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • জাতীয় >> টপ নিউজ >> ফেনী
  • ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতন স্কুলের শিক্ষক বিদায় ও সংবর্ধনা
  • ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতন স্কুলের শিক্ষক বিদায় ও সংবর্ধনা

    দৈনিক আমার ফেনী

    শহর প্রতিনিধি
    ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতন স্কুলের শিক্ষকদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ অক্টোবর (বৃহস্পতিবার) বিকালে শহরের ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতন স্কুল মিলনায়তনে ও পৌর বালিকা বিদ্যানিকেতন স্কুলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষক মাস্টার আলী হায়দারের সভাপতিত্বে ও অত্র স্কুলের সহকারি শিক্ষক মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ফেনী পৌর বালিকা বিদ্যানিকতন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো.আবুল কাশেম, বিদায়ী শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, হারেছ ভূইয়া, শর্মিলা হক, ফখরুল ইসলাম, ইলোরা ইয়াসমিন ও আকলিমা আক্তার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতন স্কুলের সহকারি শিক্ষক মো.আবুল হাসনাত, অঞ্জলী রানী নাথ ও ইসরাত জাহান। এছাড়াও ফেনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কহিনুর আলম রানা, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন তসলিম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্কুলের শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, নবম শ্রেণীর শিক্ষার্থী ফারিয়া সুলতানা প্রভা ও দশম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার মারিয়া। প্রধান অতিথি ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বিদায়ী শিক্ষক ও উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মানুষকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। শিক্ষকরা সবসময় সম্মানিত। শিক্ষক এবং মা-বাবাকে সবসময় সম্মান করতে হবে। এছাড়াও তিনি যার হাত ধরে এই স্কুলটি
    প্রতিষ্ঠা হয়েছিল সাবেক পৌর মেয়র প্রয়াত নুরুল আবসারকে স্মরণ করেন। বিদায়ী শিক্ষকদের উদ্দেশ্যে পৌর মেয়র বলেন, আপনাদের হাত ধরে এই স্কুলটি হাটি হাটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি পর্য়ন্ত সকল শিক্ষকদের মেধা ও শ্রমের ফলে স্কুলটি আজকের এই অবস্থানে আসতে সক্ষম হয়েছে। ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতন স্কুলের সাবেক ১০জন শিক্ষককে একসাথে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার জন্য অত্র স্কুলের প্রধান শিক্ষককে বিশেষভাবে ধন্যবাদ জানান। বিদায়ী শিক্ষকদের উদ্দেশ্য প্রধান অতিথি পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, আপনাদেরকে আগামীতে ফেনী পৌরসভার পক্ষ থেকে বিরাট পরিসরে বিদায় অনুষ্ঠানের আয়োজনের মধ্যে দিয়ে বিদায় দেওয়া হবে। যেকোন সময় আপনাদেরকে প্রধান শিক্ষক মহোদয় ডাক দিলে সাড়া দিবেন। আপনারা যে যেখানে থাকেন না কেন আশা করি আপনারা সবসময় এই স্কুলের কথা স্মরণ করবেন।

    আরও পড়ুন

    বিমানের টিকেটের মূল্য কমানোর দাবিতে ফেনীতে মানববন্ধন
    ডিবির অভিযানে এক মাদক কারবারি আটক
    আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল
    আনন্দপুর মাইজগ্রামে দিবা-রাত্রি মিনি ফুটবল বার খেলা উদ্বোধন
    জামেয়া উম্মে সালমা (রা:) কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
    শিক্ষার্থী নাশিতের আত্মস্বীকৃত খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
    ফেনী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী শ্রেণি বক্তৃতা
    গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণ