১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> পরশুরাম
  • পরশুরামে চুরি হওয়া মালামাল ফেনী থেকে উদ্বার করেছে পুলিশ
  • পরশুরামে চুরি হওয়া মালামাল ফেনী থেকে উদ্বার করেছে পুলিশ

    দৈনিক আমার ফেনী

    পরশুরাম (ফেনী) প্রতিনিধিঃ

    পরশুরামে ভূমি অফিস, বাজারের দোকানসহ বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া মোবাইল ফোন সেট, ল্যাপটপসহ বিভিন্ন মুল্যবান মালামাল ফেনীর স্টেশন রোডের দুটি দোকান থেকে পরশুরাম থানার পুলিশ উদ্বার করেছে। পুলিশ এই ঘটনায় চোরচক্রের ৭ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। গ্রেফতারকৃতরা হলেন, মনছুর আহাম্মদ বাবু, মো: আজাদ হোসেন, ফখরুল ইসলাম, সাহাব উদ্দিন, জাহিদুর রহমান, লিটন, শাহাদাত হোসেন সবুজ। তাদের বিরুদ্বে দুটি পৃথক চুরির মামলা হয়েছে।

    রবিবার(৮ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করেছেন।

    পরশুরাম থানা সুত্রে জানা গেছে, ১৮ সেপ্টেম্বরে পরশুরাম পৌরভূমি অফিস, মুক্তিযোদ্বা অফিস, বাজারের দোকানসহ বিভিন্ন স্থানে চুরির একাধিক ঘটনা ঘছেছে।

    সর্বশেষ গত ৭ আগষ্ট পৌরসভার সামনে হারুন স্টেশনারী দোকান থেকে নগদ সাড়ে ৪ হাজার টাকা, আড়াই হাজার টাকার রিচার্জ কার্ড, ৩৬ হাজার টাকা দামের ৩টি মোবাইল ফোন এবং বিভিন্ন কোম্পানীর ১৫ হাজার টাকার সিগারেট চুরি করে নিয়ে যায়।

    পুলিশ পৌরসভার সামনের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে মনছুর আহাম্মদ বাবু (২২)কে সনাক্ত করতে সক্ষম হয়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদে চোর চক্রের আরো কয়েকজনের নাম ও পরশুরাম বাজারের দুর্ধর্ষ সব চুরির ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা অকপটে শিকার করে।

    বাবুর দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রাতে শেখ কামাল অডিটরিয়াম থেকে মোঃ আজাদকে আটক করে তার বাসা অভিযান চালিয়ে বাসা থেকে তিনটি মোবাইল সেটসহ চোরাই মালামাল উদ্বার করে। তাকে জিজ্ঞাসাবাদে ভূমি অফিসসহ বাজারের বিভিন্ন স্থানে চুরির সাথে সম্পৃক্ত থাকার কথা শিকার করে।

    পুলিশ জানায়, ভূমি অফিসের চুরি করা ল্যাপটপ ফেনীর স্টেশন রোডের ইলেকট্রনিক এন্ড মোবাইল সার্ভিস সেন্টারের ফখরুল ইসলাম এবং হারুন স্টেশনারীর চুরি হওয়া সিগারেট স্টেশন রোডের সাহাব উদ্দিনের কাছ থেকে ১৫ প্যাকেট উদ্বার করে।

    পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদাত হোসাইন খাঁন বলেন, পৌরসভার সামনের দোকানের চুরির ঘটনার পর থেকে পুলিশ অভিযান শুরু করে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাবু নামের একজনকে গ্রেফতার করা হলেও তার দেয়া তথ্যের ভিত্তিতে ফেনী পরশুরামের চোর চক্রের একাধিক সদস্যের নাম বিরেয়ে আসে। পরশুরামে চুরি যাওয়া বেশীর ভাগ মালামাল উদ্বার করা হয়েছে। বাকীগুলো উদ্বারে পুলিশ কাজ করে যাচ্ছে। এই ঘটনায় পৃথক দুটি চুরির মামলা হয়েছে।

    আরও পড়ুন

    ফেনীতে রেস্তোঁরা মালিকদের মানববন্ধন
    লেমুয়ায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সামগ্রী বিতরণ
    টপ সয়েল কাটায় ১জনকে জেল, ২টি পিকআপ জব্দ
    মিরসরাইয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহতের ঘটনায় যুবদলের আহ্বায়ক সহ গ্রেফতার ৪
    ছাগলনাইয়ায় সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়
    জমাদার বাজার ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ 
    ছাগলনাইয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
    পাইলট মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন