১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • জাতীয় >> টপ নিউজ >> ফেনী
  • এবার কেউ তলে তলে আপোস করবে না
  • ফেনীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    এবার কেউ তলে তলে আপোস করবে না

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    বিএনপির রোডমার্চ উপলক্ষে আয়োজিত ফেনীর পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ওবায়দুল কাদের বলেছেন, তলে তলে আপস হয়েছে। আমি বলছি কোথায় আপোস হয়েছে? এবার কেউ আপোস করবে না। এবার আমরা কোন ছাড় দেবো না। সংসদ ভেঙ্গে দেন। জনগনের ক্ষমতা জনগনের হাতে ছেড়ে দেন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর কর। আমাদের এক দফা এক দাবী, হাসিনাকে পদত্যাগ করতেই হবে। দয়া করে শান্তিতে বিদায় হউন। একটা নির্বাচন কমিশন গঠন করে তার অধিনে নির্বাচন দেন। আমরা, আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব।
    তিনি বলেন, মিথ্যে মামলায় খালেদা জিয়াকে কারাগারে আটক করে রেখেছে। তাকে চিকিৎসা নিতে দিচ্ছে না। তারা ২০১৪ সালে ১৮ সালে জোর করে নির্বাচন করেছে। এবার তার অধিনে আর কোন নির্বাচন করতে দেবো না।
    বিএনপির চলমান আন্দোলনের কর্মসূচি হিসেবে আজ কুমিল্লা থেকে বিএনপি তাদের রোডমার্চ শুরু করে। বেলা পৌনে ৩টায় রোডমার্চটির মূল অংশ মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ফেনীতে এসে পৌঁছেন।
    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালের উড়াল সড়কের দক্ষিণ পাশে পথসভার মঞ্চ নির্মাণ করা হয়। পথসভায় বিএনপির হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা থেকেও বিএনপির নেতাকর্মীরা জনসভায় অংশ নেন।
    বেলা সাড়ে তিনটার দিকে ফেনী থেকে রোডমার্চটি চট্টগ্রামের দিকে যাত্রা শুরু করে। চট্টগ্রামের মিরসরাইয়েও একটি পথসভা অংশ নিবেন নেতৃবৃন্দ। শেষে চট্টগ্রামে জনসভার মাধ্যমে তাদের কর্মসূচী শেষ করবে।
    ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বরকত উল্যাহ বুলু, আবদুল্লা আউয়াল মিন্টু, মো. শাহজাহান, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলির সদস্য সাবেক এমপি জয়নাল আবেদিন ভিপি জয়নাল প্রমুখ।
    রোডমার্চের কারণে মহাসড়কের চট্টগ্রাম লেনে দেখা দিয়েছে তীব্র যানজট। মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যপক তৎপরতা ছিলো।

    আরও পড়ুন

    বিমানের টিকেটের মূল্য কমানোর দাবিতে ফেনীতে মানববন্ধন
    ডিবির অভিযানে এক মাদক কারবারি আটক
    আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল
    আনন্দপুর মাইজগ্রামে দিবা-রাত্রি মিনি ফুটবল বার খেলা উদ্বোধন
    জামেয়া উম্মে সালমা (রা:) কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
    শিক্ষার্থী নাশিতের আত্মস্বীকৃত খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
    ফেনী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী শ্রেণি বক্তৃতা
    গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণ