১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> পরশুরাম
  • ফেনীর পরশুরাম কিশোরের আত্মহনন
  • তরুনীকে উত্ত্যক্তের অভিযোগে মারধর করায়

    ফেনীর পরশুরাম কিশোরের আত্মহনন

    দৈনিক আমার ফেনী

    পরশুরাম প্রতিনিধি
    ফেনীর পরশুরামের মো. নুরুল আফছার (১৭) নামের এক কিশোরকে উত্ত্যক্তের অভিযোগে মারধর করার ঘটনা ঘটেছে। ঘটনার পর অপমান সইতে না পেরে অভিমানে বিষপান করে সে আতœহনন করেছে বলে জানা যায়। মো. নুরুল আফছার পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিন চন্দনা গ্রামের মো. ইউছুপের ছেলে। পেশায় তিনি একজন নির্মান শ্রমিক (রাজমিস্ত্রী) ছিলেন।
    জানা যায়, স্থানীয় এক তরুনীর ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগে গত বৃহস্পতিবার দুপুরে ৩-৪ জন যুবক তাকে এলাকায় কাজের স্থান থেকে তুলে নিয়ে মারধর করেন। মারধরের অপমান সইতে না পেরে আফছার রাগে ক্ষোভে বাড়িতে গিয়ে ঘরে থাকা কীটনাশক ( বিষ) পান করে। মুমুর্ষ অবস্থায় তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর জেনারেল হাসপালে প্রেরণ করা হয়। সন্ধা ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
    এই ঘটনায় শুক্রবার দুপুরে নিহতের ভাই শাহাজাহান বাদী হয়ে মো. মহিন উদ্দিন(২৫), মো. রহিম (২২), মো. জসিম উদ্দিনের (৪০) বিরুদ্ধে হত্যা প্ররোচনা মামলা দায়ের করেছেন। আসামীরা তিনজনই উত্তর রাজষপুর গ্রামের বাসিন্দা।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল আফছারের সাথে স্থানীয় এক তরুনীর সাথে প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের সদস্যরা অন্যত্র ওই তরুনীর বিয়ে ঠিক করেন। এতে নুরুল আবছার ওই তরুনীর সাথে তোলা ছবি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। এতে তরুনীর পিতা স্থানীয় মহিন, রহিমের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে তারা নুরুল আফছারকে তার কাজের স্থান থেকে জোর ধরে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর করেন।
    এ ঘটনায় আজ শুক্রবার সকালে মো. আফছারের ভাই বাদী হয়ে পরশুরাম মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
    পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

    আরও পড়ুন

    জাফর উল্লাহ সিদ্দিকির পরিবারকে পুনরায় হুমকি
    নিজ গ্রামে সংবর্ধনা পেলেন ক্রিকেটার আল ফাহাদ
    ফেনীতে মাদ্রাসা শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু
    পরশুরামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    ইট ভাটা ও ব্রিক ফিল্ডে উচ্ছেদ অভিযান
    পরশুরামে মুহুরী নদীর বেড়িবাঁধ এলাকার মাটি সাবাড়
    ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ বছর ধরে বিকল এক্স-রে মেশিন
    বিএনপির কমিটি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া