কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে অটোরিক্সা ব্যাটারি চুরি করার অভিযোগে রায়হান (১৯) নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সে মাদকের টাকার জন্য চুরি করেছে বলে জানাযায়।
বুধবার সন্ধ্যায় ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। রায়হান সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বুয়া মোলোইছা বাড়ির মো. বেলাল হোসেনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানায়, রায়হান, আকাশ ও রাব্বীসহ ওই এলাকার কয়েকজন যুবককে নিয়ে মাদক সেবন করে। মাদকের টাকার জন্য এলাকায় তারা চুরি করে থাকে। গত তিন মাস পূর্বে সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ব্যাটারী চালিত অটোরিকশার মালিক নিজাম উদ্দিনের ৪টি ব্যাটারী চুরি হয়। গত বুধবার সন্ধ্যায় নিজাম উদ্দিনের দোকানের আশপাশে ওই চোরচক্র ঘোরাঘুরি করতে দেখলে এলাকাবাসীসহ রায়হানকে আটক করে গণপিটুনি দেয়। এসময় চোরচক্রের অন্যান্যরা পালিয়ে যায়। পরে চোর রায়হানকে পুলিশে সোপর্দ করে।
এঘটনায় অটোরিকশার মালিক নিজাম উদ্দিন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, সংবাদ পেয়ে পুলিশ রায়হানকে উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।