১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • জাতীয় >> টপ নিউজ
  • আনসার আল ইসলাম দাওয়াতি শাখার চার সদস্য গ্রেফতার
  • আনসার আল ইসলাম দাওয়াতি শাখার চার সদস্য গ্রেফতার

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামর উত্তরাঞ্চলের দাওয়াতি শাখার চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এদের মধ্যে মুনতাসীর বিল্লাহ সংগঠনটির উত্তরাঞ্চলের দাওয়াতী শাখার প্রধান। বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও এবং দিনাজপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
    র্যাবের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৩ এর সদস্যরা অভিযান চালিয়ে ঠাকুরগাঁও সদর থেকে সংগঠনের সদস্য মো: ইয়াছিনকে (১৭) গ্রেফতার করে। ইয়াছিনের দেয়া তথ্যে দিনাজপুর থেকে আনসার আল ইসলামর উত্তরাঞ্চলের দাওয়াতি শাখার সদস্য মুনতাসির বিল্লাহ (৩৬) ও তার দুই সহযোগী
    আব্দুল মালেক (৩৩) এবং সাব্বির হোসেনকে (২০) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দাওয়াতি বই, চারটি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড জব্দ করা হয়।
    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আলকায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন আনসার আল ইসলামর কার্যক্রম চালিয়ে আসছিল। তারা বিভিন্ন সময় অনলাইনে তামিম আল আদনানী, হারুন ইজহার, গুনবীসহ বিভিন্ন আধ্যাত্মিক নেতার বক্তব্য দেখে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়। পরে সংগঠনের সদস্যদের মাধ্যমে আনসার আল ইসলামে যোগদান করে উত্তরাঞ্চলে সংগঠনের সদস্য সংগ্রহে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সরাসরি দাওয়াতি কার্যক্রম চালাচ্ছিল। উত্তরাঞ্চলে সংগঠনের কার্যক্রম বাড়াতে মসজিদ, বাসায় সদস্যদের নিয়ে গোপনে সভা করতো।
    গ্রেফতারকৃত মুনতাসীর বিল্লাহ সংগঠনটির উত্তরাঞ্চলের দাওয়াতী শাখার প্রধান। তিনি টেক্সটাইল বিষয়ে লেখাপড়া করেছেন। ২০২১ শীর্ষস্থানীয় নেতার মাধ্যমে আনসার আল ইসলাম সংগঠনে যোগ দেন। পরবর্তীতে উত্তরাঞ্চলে দাওয়াতী কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত হন। এ পর্যন্ত ১৫ জনের বেশি ব্যক্তিকে সংগঠনের সাথে যুক্ত করেছে বলে স্বীকার করেছেন।
    গত ৩১ আগস্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামর খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জ অঞ্চলের দাওয়াতি শাখার ৫ সদস্যকে গ্রেফতার করা হয়।

    আরও পড়ুন

    ফেনীতে রেস্তোঁরা মালিকদের মানববন্ধন
    লেমুয়ায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সামগ্রী বিতরণ
    টপ সয়েল কাটায় ১জনকে জেল, ২টি পিকআপ জব্দ
    মিরসরাইয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহতের ঘটনায় যুবদলের আহ্বায়ক সহ গ্রেফতার ৪
    ছাগলনাইয়ায় সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়
    জমাদার বাজার ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ 
    ছাগলনাইয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
    পাইলট মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন