সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজীতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে সোনাগাজী মো. ছাবের সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) এস এম অনীক চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান। সঞ্চালনা করেন মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির। ফাইনালে (বালিকা) কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে আড়কাইম সরকারি প্রাথমিক বিদ্যালয়। (বালক) বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চরসাহাভিকারি আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়েছে। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।