আমার ফেনী ডেস্ক
ফেনী সদর উপজেলার ফাজিলপুরে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ফাজিলপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফাজিলপর ভেন্যুর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উক্ত প্রতিযোগিতা উদ্বোধন করেন ফেনী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্যাহ খোন্দকার। সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য নুরুল আবছার আপন। স্বাগত বক্তব্য রাখেন ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম। উক্ত ভেন্যুতে ৯ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা ফুটবল দল অংশগ্রহণ করে।