নিজস্ব প্রতিবেদক
ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেছেন, এখন থেকে নৌকার জয়ের জন্য কাজ করতে হবে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন, দেশ রতœ শেখ হাসিনার উন্নয়ন, নিজাম উদ্দিন হাজারীর উন্নয়ন মানুষের দোরগোড়ায় তুলে ধরতে হবে। গতকাল মঙ্গলবার বিকালে ফেনী পৌরসভা প্রাঙ্গনে পৌর ছাত্রলীগ ও ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময়কালে ছাত্রলীগ নেতাদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
এসময় স্বপন মিয়াজী ছাত্রলীগ নেতাকর্মীদের বলেন, মান অভিমান ভুলে গিয়ে নিজাম হাজারীর জন্য কাজ করুন। আগামী নির্বাচনে ফেনী পৌর ছাত্রলীগ নিজাম হাজারীর জন্য যুদ্ধ করবে। নির্বাচনে পৌর ছাত্রলীগ কাজ করলে নৌকার বিজয় সুনিশ্চিত হবে।
পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে পৌর মেয়র বলেন, দলীয় গ্রুপিং না করে সকলে যদি ঐক্যবদ্ধ ভাবে কাজ করে তাহলে ছাত্রলীগের চেয়ে শক্তিশালী ইউনিট আর অন্যটি হবে না। তাই দলীয় গ্রুপিংয়ে না জড়িয়ে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। নিজাম হাজারীর জন্য কাজ করতে হবে। পৌর ছাত্রলীগের মধ্যে ঐক্য না থাকলে মেয়র হিসেবে আমার অনেক বদনামের ভোজা নিতে হবে। আমাদের মধ্যে ঐক্য না থাকলে আমার হাত শক্তিশালী হবে না আর আমার হাত শক্তিশালী না হলে নিজাম উদ্দিন হাজারীর হাতকে শক্তিশালী হবে না। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন, দেশ রতœ শেখ হাসিনার উন্নয়ন, নিজাম উদ্দিন হাজারীর উন্নয়ন মানুষের দোরগোড়ায় তুলে ধরতে হবে। তাহলে মানুষ নৌকার প্রতি আস্থা বিশ্বাস তৈরি হবে।
এসময় ফেনী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবিনের নেতৃত্বে ফেনী কলেজ ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে আসা ছাত্রলীগের একাংশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।