গতবছরে ৫ সেপ্টেম্বরের এই দিনে যাত্রা শুরু করা ফেনী থেকে আজ প্রকাশিত দৈনিক পত্রিকা ‘দৈনিক আমার ফেনী’ আজ এক পেরিয়ে ২য় বর্ষে পদার্পণ করলো। দিবসটি উপলক্ষে ‘দৈনিক আমার ফেনী’ পরিবারের পক্ষ থেকে ফেনীবাসী তথা সমগ্র দেশবাসীর প্রতি রইল শুভেচ্ছা। আজ এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনাকে। যার জন্ম না হলে জন্ম হতোনা আমার এই বাংলাদেশের।
সংস্কৃতির অভাবকে অপসংস্কৃতি বলা না গেলেও বস্তুতঃ সংস্কৃতির স্বাভাবিক বিকাশে বিঘœ ঘটলে দেখা দেয় অপসংস্কৃতির আবির্ভাব। আলোর অভাবকে যেখানে অন্ধকার বলা হয়, অন্ধকারকে দূরীভূত করে আলোকিত সমাজ গড়তে যেমন পর্যাপ্ত আলোর প্রয়োজন তেমনি অপসংস্কৃতি রোধ করতে হলে শিল্প সাহিত্য তথা সংস্কৃতিকে তার আপন গতিতে এগিয়ে নিতে হবে। গণ-মাধ্যম কর্মীরা তাদের লেখনির মাধ্যমে অপসংস্কৃতি রোধ কল্পে ভূমিকা রাখবে তারাই সমাজের অঙ্গন থেকে অপসংস্কৃতি দূর করে আলোকিত সমাজ গড়বে এটাই স্বাভাবিক।
‘সাদাকে সাদা ও কালোকে কালো বলাই আমাদের অঙ্গীকার’ এই শ্লোগানকে বুকে ধারণ করে একঝাঁক তরুন ও অভিজ্ঞ গণ-মাধ্যম কর্মীদের নিয়ে এক বছর আগে যাত্রা শুরু করেছিলাম আমরা। আমরা আমাদের স্লোগান থেকে কিছুতেই পিছুপা হইনি। বৈষম্য দুর্নীতি, নিপিড়ণ, অবিচার ও সন্ত্রাসের মত সামাজিক ও রাজনৈতিক ব্যাধিতা দূরীকরণে অকুতোভয় সাহস নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এ কাজ করতে গিয়ে অনেক নিষ্ঠাবাণ, সৎ ও সাহসী কলম সৈনিক বার বার সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়েছেন। তবুও থেমে যায়নি কলম সৈনিকের কলম। হৃৎকলমের টানে শুভ ও সত্যের জন্য তারা কাজ করে যাচ্ছেন। আমরাও কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ্।
খুবই অল্প সময়ের মধ্যে আমরা ‘দৈনিক আমার ফেনী’ পাঠকের মন জয় করতে পেরেছে বলে আমার বিশ^াস। ‘দৈনিক আমার ফেনী’ পরিবারের সকল সদস্যের কাছে আমি কৃতজ্ঞ তারা আমাকে তথা তাদের প্রতিষ্ঠানকে সর্বাত্বক সহযোগীতা করছেন ও আমাকে সার্বক্ষনিক সহযোগীতা করেছেন। সকলের সুন্দর, শুভ্র আলোকিত জীবনের প্রত্যাশায় ইতি টানছি। সবাইকে ধন্যবাদ।
মো. জমির উদ্দিন বেগ
সম্পাদক ও প্রকাশক
দৈনিক আমার ফেনী