নিজস্ব প্রতিবেদক
ফেনী থেকে প্রকাশিত দৈনিক আমার ফেনী পত্রিকার দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুভেচ্ছা জানাতে সোমবার রাত ১০টা থেকে পত্রিকাটির কার্যালয়ে একে একে আসতে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধি,সাংবাদিকবৃন্দ ও পত্রিকাটির শুভাকাঙ্খিরা। এসময় পত্রিকাটির কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করে।
রাত ১২টা এক মিনিটে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এসময় উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাফর উদ্দিন, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন খান।
আরো উপস্থিত ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনামুল হক, দেশ টিভি প্রতিনিধি শেখ ফরিদ আত্তার, সদেশপত্র সম্পাদক এন এন জীবন সময় টিভির রিপোর্টার ও দৈনিক আমার ফেনীর সহযোগী সম্পাদক আতিয়ার সজল, ইনডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি ও দৈনিক আমার ফেনীর নির্বাহী সম্পাদক সমির উদ্দিন, যমুনা টিভির প্রতিনিধি আরিফুর রহমান, কালবেলা জেলা প্রতিনিধি ও দৈনিক আমার ফেনীর বার্তা সম্পাদক সুরঞ্জিত নাগ, এটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলম, মোহনা টিভির প্রতিনিধি তোফায়েল আহম্মদ নিলয়, সাংবাদিক মিজানুর রহমান, দৈনিক ভোরের কাগজ দাগনভূঞা প্রতিনিধি সিরাজ উদ্দিন দুলাল, দৈনিক আমার ফেনীর সোনাগাজী উপজেলা প্রতিনিধি মোতাহের হোসেন ইমরান, দাগনভূঞা প্রতিনিধি এম এম রহমান সোহেল, শহর প্রতিনিধি কামরুল আরেফিন, আইটি ইনচার্জ জোবায়ের হোসেন রায়হান প্রমুখ।
উপস্থিত অতিথিবৃন্দ বলেন, দুই বছরে পা দিয়েছে দৈনিক আমার ফেনী। পত্রিকাটি প্রথম বছরেই পাঠকনন্দিত হয়েছে। ফেনীর উন্নয়ন-সম্ভাবনা ও সত্য প্রকাশে ভূমিকা রাখায় সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। দৈনিক আমার ফেনীর উত্তোরত্তর সাফল্য কামনা করেন অতিথিবৃন্দ।