নিজস্ব প্রতিবেদক
ফেনীর ফুলগাজী ও পরশুরামে উজানের পানি লোকালয়ে প্রবেশের ক্ষিপ্রতা কমলেও এখন বিভিন্ন সড়ক ও লোকলয়ে রয়েছে পানি। গত দুই দিন বৃষ্টিপাত না হওয়ায় উজানের পানি লোকালয়ে প্রবেশের বেগ অনেকটা কমেছে। তবে বৃহস্পতিবার বিকেল থেকে আবার বর্ষণ শুরু হওয়ায় সংকিত এখানকার বাসিন্দারা।
মুহুরী ও কহুয়া নদীর ভাঙা বাঁধ দিয়ে উজান থেকে লোকালয়ে পানি প্রবেশের বেগ কিছুটা কমলেও এখনও দুই উপজেলার ১০ গ্রামের লোকালয়ে পানি রয়েছে। চতুর্থ দিনের মতো ফেনী টু পরশুরাম সড়ক রয়েছে পানির নিচে। তবে প্রধান এ সড়ক থেকে পানি কিছুটা কমেছে।
গত সোমবার মুহুরী ও কহুয়া নদীর ভেঙে যাওয়া বাঁধের তিনটি স্থান দিয়ে এখনও লোকালয়ে পানি প্রবেশ করছে। পানি উন্নয়ন বোর্ড জানান, বর্তমানে নদীতে পানি বিপদ সীমার ২০৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে মুহুরী নদীর ফুলগাজীর ২টি স্থানে ও দুপুরে পরশুরামে কুহুয়া নদীর ১টি স্থানে বাঁধ ভেঙে দুই উপজেলার ৮গ্রাম প্লাবিত হয়। পরবর্তীতে পানি নেমে যাওয়ার সময় নতুন করে আরও দুই গ্রামসহ ১০ গ্রাম প্লাবিত হয়।