১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • এইচএসসি পরীক্ষার্থীদে বিদায় সংবর্ধনা
  • জয়নাল হাজারী কলেজে

    এইচএসসি পরীক্ষার্থীদে বিদায় সংবর্ধনা

    দৈনিক আমার ফেনী

    শহর প্রতিনিধি
    স্মার্টফোনকে পড়ালেখার জন্য ব্যবহার করার আহবান জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান। এসময় তিনি কিশোর গ্যাং ও মাদকের বিষয়ে শিক্ষার্থীদের সজাগ থাকার আহবান জানান। বৃস্পতিবার ফেনীর জয়নাল হাজারী কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাকির হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এ.কে.শহীদ খোন্দকার, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠনটি সঞ্চালনা করেন কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক নাদিরা বেগম।
    অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হারুনুর রশিদ, কলেজ পরিচালনা পরিষদের সদস্য মোজাম্মেল হোসেন ভূঞা লিটন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব ও কালিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ডালিম।
    ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জয়নাল হাজারী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি শুসেন চন্দ্র শীল বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের ন্যায় ফেনীতে ব্যাপক উন্নয়ন হয়েছে। আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তোমাদের ভূমিকা অনস্বীকার্য। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে তোমাদেরকে এগিয়ে আসতে হবে।
    উক্ত অনুষ্ঠানে জয়নাল হাজারী কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রোভার স্কাউট, ও রেড ক্রিসেন্টের অসংখ্য সদস্য উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    জাফর উল্লাহ সিদ্দিকির পরিবারকে পুনরায় হুমকি
    নিজ গ্রামে সংবর্ধনা পেলেন ক্রিকেটার আল ফাহাদ
    ফেনীতে মাদ্রাসা শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু
    পরশুরামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    ইট ভাটা ও ব্রিক ফিল্ডে উচ্ছেদ অভিযান
    পরশুরামে মুহুরী নদীর বেড়িবাঁধ এলাকার মাটি সাবাড়
    ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ বছর ধরে বিকল এক্স-রে মেশিন
    বিএনপির কমিটি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া