আমার ফেনী ডেস্ক:
ফেনী রেলওয়ে স্টেশনে ট্রেনের নীচে পরে অজ্ঞাত এক যাত্রীর মৃত্যু হয়েছেন। আজ দুপুর ১২ টা বাজে তেলবাহী একটি ট্রেনের নীচে পরে তার মৃত্যূ হয়।
ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. হারুন জানান, তিন যাত্রী লাকসাম যাওয়ার জন্য স্টেশনে আসে। তারা সম্ভবত রেল লাইন পার হয়ে পস্রাব করার জন্য স্টেশনের অপর পাশে যায়। সে সময় ট্রেন চলে আসায় দুই ব্যক্তি ট্রেনে উঠে যায়। অপর ব্যক্তি দ্রুত স্টেশনের মুল প্লাটফর্মে আসার সময় তিন নম্বর লাইনে তেলবাহী অপর একটি ট্রেনের নীচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফেনী রেলওয়ে স্টেশন জিআরপি পুলিশের ইনচার্জ আমজাদ আলী চৌধুরী জানান মৃতদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এখনও নিহত ব্যক্তিররপরিচয় পাওয়া যায়নি।