ফুলগাজী প্রতিনিধি
ফেনীর ফু্লগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন ছাত্রলীগের আওতাধীন ১,২ও৩ নং ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে, অনুষ্ঠিত সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আবদুল্লাহ। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মারুফ উদ্দিন পাটোয়ারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পলাশ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও আনন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন মজুমদার, উপজেলা যুবলীগ সভাপতি ছালেহ আহম্মদ মিন্টু, সাধারন সম্পাদক একরাম পাটোয়ারি,উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির ইয়ামিন, সাধারন সম্পাদক ফারুক হোসেন বাপ্পি, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফয়েজ আহাম্মদ পাটোয়ারি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।