আমার ফেনী ডেস্ক
ফেনীর ফুলগাজী মুন্সিরহাট এলাকায় বিকল লরির পেছনে ধাক্কা মেরে সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। রোববার রাত সাড়ে ১১ টার দিকে মুন্সির হাট বাজার এলাকায় কুতুব পুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সড়কের পাশে একটি নষ্ট লরি ট্রাক দাঁড়িয়ে থাকা অবস্থায় ফেনী থেকে পরশুরামগামি একটি সিএনজি চালিত অটোরিকশা দ্রুত গতিতে এসে উক্ত গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজি চালকসহ তিনযাত্রী আহত হয় ।
স্থানীয়রা তাদের ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুইজন মৃত্যু বরণ করেন। যার নিহত হয়েছেন তারা হলেন ফুলগাজীর পূর্ব ঘনিয়া মুড়া এলাকার বাদশা মিয়ার ছেলে এয়ার আহমদ(৭০) ও পরশুরামের শালধর বাজার এলাকার আবদুল গোফরানের ছেলে আব্দুর রহিম(৪৩)। নিহতদের মৃত দেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।