জহিরুল ইসলাম সুমন
কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের পশ্চিম ডেকরা মরহুম হাজী আলী আজম ও তাজের নেছার নাতি, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার হুমায়ুন কবির ও উন্মে ছালমার বড ছেলে মো: নাজমুস সাকিব আবির উচ্চ শিক্ষার জন্য আগামী ২৪ জুলাই যুক্তরাষ্ট্র উদ্দেশ্য যাত্রা করবেন। আবির যুক্তরাষ্ট্র সরকারের বৃত্তিতে University of Nebraska-lincoln PHD.ডিগ্রী অর্জনের জন্য যুক্তরাষ্ট্রে গমন করবেন। নাজমুস সাকিব আবির শিক্ষা জীবনে কৃতিত্বের সাথে কলেজিয়েট স্কুল চট্টগ্রাম থেকে এস এস সি ও চট্টগ্রাম কলেজ থেকে এইচ এস সি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের Applied chemistry and chemical Engineering বিভাগ থেকে BSC ও MSC ডিগ্রী অর্জন করেন। সে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুভকাংক্ষীসহ সকলের নিকট দোয়া কামনা করছেন। মোঃ নাজমুস সাকিব আবির উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যৎতে দেশ ও জাতীর সেবা করার ইচ্ছা পোষন করেন।