১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
ফেনীতে ডোবায় মিলল বিএফ শাহীন স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ নির্বাচনের সময় ঘোষণায় মিশ্রপ্রতিক্রিয়া প্রমাণ করে সরকার নিরপেক্ষ- মজিবুর রহমান মঞ্জু পেশাদার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার প্রগতি ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের সভাপতি লোকমান ও সম্পাদক শাহীন অধ্যাদেশের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা কোম্পানীগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ফেনী জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি বাবলু ও সম্পাদক পারভেজ ফেনীতে কৃষকদের পার্টনার স্কুল কংগ্রেস -২০২৫ অনুষ্ঠিত বন্ধুর বিশ্বাসঘাতকতায় ছাত্রলীগ নেতা বিমান বন্দরে কট পুলিশ কোয়ার্টারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণকাজের অভিযোগ
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> পরশুরাম
  • চাকরি না পেয়ে ওমানে আত্মহত্যা করেছে পরশুরামের আরিফ
  • চাকরি না পেয়ে ওমানে আত্মহত্যা করেছে পরশুরামের আরিফ

    দৈনিক আমার ফেনী

    পরশুরাম(ফেনী)প্রতিনিধিঃ
    জীবনমান উন্নয়নের জন্য প্রবাসে গিয়েও চাকরি না পেয়ে মোঃ আরিফ হোসেন (৩০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। বুধবার রাতে ওমানের মালালা নামক শহরের একটি বাসা থেকে সে দেশের পুলিশ তার মরদেহ উদ্বার করেছেন। বর্তমানে তার মরদেহ মালালা শহরের একটি সরকারি হাসপাতালে মর্গে রাখা আছে বলে জানায় মালালা অবস্থানরত তার সহপাঠিরা। আত্নহত্যার সময় আরিপ তার স্ত্রীকে ভিডিও কলে সংযুক্ত রাখেন।
    মোঃ আরিফ হোসেন ফেনীর পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নের মুন্সিরখিল গ্রামের বেলাল হোসেনের ছেলে।
    আরিফের বাবা বক্সমাহমুদ ইউনিয়নের জামবিল আশ্রয়ণ এলাকার বাসিন্দা। বেলাল হোসেন বক্সামাহমুদ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য হিসাবে কর্মরত।
    জানা যায়, দেশে কোন কর্মসংস্থানের ব্যাবস্থা করতে না পেরে গত বছর শেষের দিকে প্রায় পাঁচ লাখ টাকা ঋন করে রিপন নামের একজনের সহযোগীতায় ওমানে যান আরিফ হোসেন। কিন্তু ওমানে শারীরিক ভাবে অসুস্থ হওয়ায় দীর্ঘদিন ধরে বেকার অবস্থায় ছিলেন। সেখানে কোন কাজ না পেয়ে সে হতাশায় ভোগছিলেন। তাছাড়া গ্রামের বাড়ী থেকে পাওনা টাকা পরিশোধের জন্য চাপ দিতে থাকে এতে সে হতাশায় ভুগছিলেন।অপর দিকে পবাসে যাওয়ার আগে প্রেম করে বিয়ে করেছিলেন আরিপ। তাঁর এক বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
    নিহত আরিফের বাবা গ্রাম পুলিশ সদস্য মো বেলাল হোসেন জানান, বুধবার রাত ১০টার দিকে ওমান থেকে একজন ফোন করে তার ছেলে আরিফ আত্নহত্যা করেছে বলে জানায়। তার পর সে ওমানের সালালা নামক শহরের পরিচিত জনদের সাথে মুঠোফোনে কথা বলে আত্নহত্যার বিষয়টি নিশ্চিত হন।
    স্থানীয় ইউপি সদস্য ও ওই এলাকাবার বাসিন্দা সরোয়ারুল করিম চৌধুরী বলেন, বেলাল হোসেনের ছেলে দেশে কোন কর্মসংস্থান করতে না পেরে ঋন করে রিপন নামের একজনের মাধ্যমে ওমানে যায় । কিন্তু সেখানেও সে দীর্ঘদিন ধরে বেকার ছিল। কোন কাজ কর্ম জোগার করতে না পেরে একদিকে ঋনের পরিশোধের জন্য চাপ অন্যদিকে স্ত্রীর সাথে সাংসারিক বিষয় নিয়ে মনমালিন্যের জেরে হতাশা থেকে সে আত্নহত্যা করেছেন।
    বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল গফুর ভুঁইয়া বলেন, আরিফ ওমানের সালালা নামক শহরের একটি বাসায় বন্ধুদের সাথে থাকতো। কিন্তু দীর্ঘদিন কোন কাজ না পাওয়ায় বেশ কিছু দিন ধরে হতাশায় ভোগছিলেন, বুধবার সন্ধার পর একটি কক্ষে বৈদ্যুতিক পাখার সাথে গামছা পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন।
    আরিপের রুমমেটরা সালালা শহরের পুলিশকে খবর দিলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে আরিফের মরদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায়।
    নিহতের বাবা বেলাল হোসেন জা্নান তার পক্ষে খরচ বহন করে ছেলের মরদেহ দেশের আনা সম্ভব নয় এমতবস্থায় সরকারি ভাবে উদ্যোগ নিয়ে তার ছেলের মরদেহ দেশের আনার উদ্যোগ নেওয়ার দাবি জানান।

    আরও পড়ুন

    ফেনীতে ডোবায় মিলল বিএফ শাহীন স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ
    নির্বাচনের সময় ঘোষণায় মিশ্রপ্রতিক্রিয়া প্রমাণ করে সরকার নিরপেক্ষ- মজিবুর রহমান মঞ্জু
    পেশাদার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার
    প্রগতি ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের সভাপতি লোকমান ও সম্পাদক শাহীন
    অধ্যাদেশের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা
    কোম্পানীগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
    ফেনী জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি বাবলু ও সম্পাদক পারভেজ
    ফেনীতে কৃষকদের পার্টনার স্কুল কংগ্রেস -২০২৫ অনুষ্ঠিত