নিজস্ব প্রতিবেদক
ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনীর গণমাধ্যমের সাথে সাংসদ নিজাম উদ্দিন হাজারীর মত এত ঐক্য কোথাও নেই। কারণ তিনি ব্যক্তিগত স্বার্থে কাউকে ব্যবহার করে না। এজন্যই আজকে এখানেও সকলে ঐক্যবদ্ধ।
নিজাম উদ্দিন হাজারী যখন মেয়র ছিলেন তখন থেকেই ফেনী পৌরসভার উন্নয়ন শুরু হয়েছ। তাঁর দেখানো পথেই আমি ও আমার পূর্ববর্তী মেয়র হাঁটছি। ফেনীর উন্নয়নের কারিগর নিজাম হাজারী মহোদয়। আমরা শুধু তাঁর নির্দেশ ও পরামর্শ মতো কাজ করে যাচ্ছি। গতকাল সোমবার সংস্কার শেষে নতুন আঙ্গিকে সাজানো ফেনী প্রেসক্লাব ভবনের উদ্বোধন কালে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, গণমাধ্যমকর্মী আমাদের পাশে থাকলে কাজ অনেক সহজ হয়ে যায়। সাহস ও অনুপ্রেরণা পাই। ফেনীকে শান্তিপূর্ণ রাখতে হলে নিজাম হাজারীর বিকল্প নেই। অতীতে সাংবাদিকদের অনেক নির্যাতনের ইতিহাস আছে। কিন্তু বর্তমান সাংসদের সময়েই সবাই শান্তিপূর্ণভাবে আছেন।