আমার ফেনী ডেস্ক
সাংবাদিক ডালিম হাজারীর মা খোদেজা আক্তার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
বুধবার সকাল ১০টায় তার নিজ বাড়ি ছাগলনাইয়ার পূর্ব দেবপুরে মরহুমার জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে দৈনিক আমার ফেনীর সম্পাদক জমির বেগ ও দৈনিক আমার ফেনী পরিবার শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন, ফেনী প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটি, ফেনী সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।
সাংবাদিক ডালিম হাজারী বাংলা নিউজ ২৪.কম ও গাজী টেলিভিশনের ফেনী জেলা প্রতিনিধি।