ফুলগাজী প্রতিনিধি
ফুলগাজী সদর ইউনিয়নের গাবতলা/দক্ষিণ দৌলতপুর থেকে ০৫ কেভিএ ০৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির মামলায় ১০জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার সকালে ফেনীর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার জাকির হাসান।
এসময় তিনি জানান, ২৫ জুন ফুলগাজী থানাধীন আনন্দপুর ইউনিয়নের খিলপাড়া সিলোনিয়া নদীর পাড় হইতে ০৫ কেভিএ ০৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হলে বিদ্যুৎ অফিস এব্যাপারে থানায় মামলা করেন।
পরবর্তীতে পুলিশ ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করেন। পুলিশ তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সিং এর মাধ্যমে ঘটনার সাথে জড়িত আসামীদের সনাক্ত করে গ্রেফতার করেন।
গ্রেফতাকৃত আসামীরা হলেন, মো. জিসান, মো. মনির, ওমর ফারুক, মো. জাহিদ হোসেন ফরহাদ, মো. সোহেল, মো. সেলিম. মো. সুমন, মো. আমজাদ হোসেন, মো. মান্নান ও মো. বেলাল। আসামীরা ফেনী জেলার বিভিন্ন উপজেলা ও কুমিল্লা ও চট্টগ্রামের বাসীন্দা। তাদের মধ্যে অধিকাংশ ফেনী শহরে বাসা ভাড়া নিয়ে থাকেন।
গ্রেফতারকৃতদের জিন্মা থেকে চোরাইকৃত ট্রান্সফরমার এর ৪৫ কেজি তামার তার এবং চোরাই কাজে ব্যবহৃত ০২ টি সিএনজি,১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।পুলিশ সুপার জানান, আসামীরা ফেনী জেলার বিভিন্ন থানাসহ নোয়াখালী, কুমিল্লা, জেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সাথে জড়িত আছে মর্মে স্বীকার করেছেন। পলাতক বাকী আসামিদেরকে গ্রেফতারের অভিযান চলছে।