শহর প্রতিনিধি
পৌর উদযাপন পরিষদ ফেনী পৌর শাখার ১০ ও ১৭ নম্বর ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে শহরের ট্রাংক রোডস্থ জগন্নাথ বাড়ি মন্দির কমপ্লেক্স প্রাঙ্গনে দ্বি-বার্ষিক সম্মেলনের
প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি হিরা লাল চক্রবর্তী। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক ছিলেন, পূজা উদযাপন পরিষদ ফেনী পৌর শাখার সভাপতি রাখাল চন্দ্র দাস ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, ফেনী পৌর পূজা উদযাপন পরিষদ ফেনী পৌর শাখার সাধারণ সম্পাদক সমর দেবনাথ। এছাড়াও দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি হরিপদ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল শর্মা, জগন্নাথ বাড়ি মন্দির কমপ্লেক্সের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অজয় কুমার বনিক ও পূজা উদযাপন পরিষদ ফেনী পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সুরঞ্জিত নাগ। দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে পূজা উদযাপন পরিষদ ফেনী পৌর শাখার সভাপতি রাখাল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমর দেবনাথের সঞ্চালনায় কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১০ নম্বর ওর্য়াডের সভাপতি পদে বাবুল রায়, সাধারণ সম্পাদক পদে লিটন চন্দ্র ভৌমিক ও ১৭ নম্বর ওর্য়াডের সভাপতি পদে মৃন্ময় বনিক ও সাধারণ সম্পাদক পদে গৌতম দাস নির্বাচিত হন।