নিজস্ব প্রতিবেদক
ফেনীতে ছাত্রদলের মিছিলে পুলিশ লাঠিচার্জ করে চারজনকে আটক করেছে। রোববার শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে এ ঘটনা ঘটে।
ছাত্রদলের দাবী কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী নুসরাত নাদিয়ার ওপর হামলা ও মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে তারা ট্রাংক রোড থেকে একটি মিছিল বের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক দিয়ে একটু সামনে এগুলেই পুলিশ লাঠিচার্জ করে অসংখ্য নেতা কর্মীকে আহত করে ও চার নেতাকর্মীকে আটক করে।
এদিকে পুলিশ বলছে, মিছিলের সময় ছাত্রদলের দুইগ্রুপে সংঘর্ষ শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে চারজনকে আটক করে।
আটকরা হলেন ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন, পৌর ছাত্রদল নেতা শরিফ, ছনুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা জসিম, ধর্মপুর ইউনিয়ন ছাত্রদল নেতা হৃদয়।
ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হঠাৎ লাঠিচার্জ শুরু করে চারজনকে ধরে নিয়ে যায়। লাঠিচার্জে অন্তত ১৫-২০ জন আহত হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, মিছিলের সময় ছাত্রদলের দুইগ্রুপে সংঘর্ষ শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে চারজনকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ছাত্রদলের মিছিলে পুলিশের হামলার প্রতিবাদ জানিয়েছেন ফেনী জেলা বিএনপি। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, ফেনী জেলা ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বর্বরোচিত হামলা ও গ্রেফতার করেছে। তারা এঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান ও অবিলম্বে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।