শহর প্রতিনিধি,
বাংলানিউজের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ট্রাংক রোডস্থ শহীদ মিনারের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে আয়োজিত মানববন্ধ চলাকালী প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ডিবিসি টিভির প্রতিনিধি মোহাম্মদ আবু তাহের ভূঞাঁ’। সাংবাদিক মো. শাহজালাল ভূঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক, রবিউল হক রবি, আজাদ মালদার, মোহাম্মদ শাহাদাত হোসেন, আরিফুল আমিন রিজভী, রবিউল হর রবি, এন এন জীবন, আতিয়ার সজল, আরিফুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আলী হায়দার মানিক, নাজমুল হক শামীম, সোলায়মান হাজারী ডালিম, সাইদ খান, এস এম ইউ আলী প্রমূখ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী হত্যার বিচার অতি দ্রুত করতে হবে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোন ভাবেই মেনে নেয়া যায় না। অতি দ্রুত হত্যার বিচার ও তদন্ত না হলে আরো কঠোর ও কঠিন আন্দোলনের ঘোষণা দিয়েছে ফেনীর কর্মরত সাংবাদিকরা।