বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাগনভূঞা উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সংগঠনটির জেলা সভাপতি শুকদেবনাথ তপন ও সাধারণ সম্পাদক লিটন সাহা ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেন। দীর্ঘ ১২ বছর পর নতুন কমিটির অনুমোদন দেয়া হয় বলে জানা যায়।
নতুন কমটিরি আহবায়ক হলেন, এড. রসিক শেখর ভৌমিক ও সদস্য সচিব হলেন আশীষ দত্ত। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ন আহবায়ক বিভূতি ভূষন মজুমদার, শুকলাল ভৌমিক, সমীর কুমার দাস, বাবুল চন্দ্র সাহা (মোহন), ডা. নির্মল ভৌমিক। সদস্য হলেন, নিতাই চরণ দাস, মাষ্টার বিজন বিহারী ভৌমিক, দিপক শর্ম্মা, বিনোদ বিহারী ভৌমিক, স্বপন চন্দ্র নাথ, অধ্যাপক অজয় দেব, মাষ্টার হারাধন চন্দ্র দাস, অধ্যাপক খোকন চন্দ্র মজুমদার, হরে কৃষ্ণ দাস (এলিকো), নন্দ লাল রায় (জয়লস্কর), এড. রনজিত সূত্রধর (সিন্দুরপুর), মাষ্টার পলাশ চন্দ্র দাস, শুক লব মজুমদার (জায়লস্কর), মাষ্টার চন্দন ভৌমিক (রামানন্দপুর), প্রেমধন পাল (দুধমুখা), মাষ্টার নারায়ন চন্দ্র ভৌমিক (রামনগর), আকাশ ভৌমিক (পূর্ব চন্দ্রপুর), রতন চন্দ্র কুরী (পূর্ব চন্দ্রপুর), সঞ্জয় ভৌমিক (রামনগর), গৌতম দত্ত (রামানন্দপুর), স্বপন চন্দ্র সাহা (রাজাপুর), রতন চন্দ্র কুরী (রাজাপুর), যুবরাজ দাস (পূর্ব চন্দ্রপুর), নন্দ লাল মজুমদার (সিন্দুরপুর)।