বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাগনভূঞা পৌরসভার কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সংগঠনটির জেলা সভাপতি শুকদেবনাথ তপন ও সাধারণ সম্পাদক লিটন সাহা ২১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেন। দীর্ঘ ১৯ বছর পর নতুন কমিটির অনুমোদন দেয়া হয় বলে জানা যায়।
নতুন কমিটির আহবায়ক হলেন, রাজেশ মজুমদার ও সদস্য সচিব দিলিপ কুমার দাস। কমিটির অপর সদস্যরা হলেন, যুগ্ন আহবায়ক, বাবুল চন্দ্র দাস (দাসপাড়া), নিমাই দাস রিন্টু, মাষ্টার চন্দন কুমার দাস। কমিটির সদস্যরা হলেন, মাষ্টার গোলাপ সাহা, উত্তম কুমার পাল, বিমল ভৌমিক, মতিলাল দাস, রাখাল চন্দ্র দাস, বিপ্লব বিশ^াস (শুভেচ্ছা), এড. বিনোদ বিহারী ভৌমিক (জন্টু), বিপ্লব কুরী, সনজীবন সাহা, সনোতষ কুরী, বাবুল দাস (আড়ৎ) সমীর সাহা, মাষ্টার জয়দেব পাল, শিশু নাথ, হরে কৃষ্ণ দাস, চয়ন সাহা।