শহর প্রতিনিধি
ফেনীর সবকটি নদীতে মৎস্য প্রজননের যথাযথ ব্যবস্থা গ্রহন করা ও নদীতে বিষ প্রয়োগ করে মাছ ধরার বিরুদ্ধে প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছেন ফেনীর সামাজিক সাংস্কৃতিক আন্দোলন সংগঠন ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি এফডিসি। ৫ জুন সোমবার এফডিসির শীর্ষনেতৃবৃন্দ এ স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে প্রদান করেন।
স্মারকলিপিতে ফেনী নদী,ছোট ফেনী নদী,সিলোনিয়া ও মুহুরী নদীতে বর্ষা মৌসুমে জীব বৈচিত্র রক্ষার্থে বিভিন্ন দেশীয় মাছের রেনু ছাড়ার আহ্বান জানান।পূর্বে ফেনী মুহুরী প্রজেক্টে সরকারি বেসরকারি পর্যায়ে মাছের রেনু ছাড়া হইত কিন্তু বর্তমানে মাছের রেনু ছাড়া বন্ধ থাকায় মিঠা পানির দেশীয় মাছ প্রায় বিলুপ্তির পথে।এছাড়াও সাগর বা রেগুলেটরীর দক্ষিণ পাশের ফেনীর অনাবাসী জেলেদের বিষ প্রয়োগ করে মাছ ধরার কারণে ফেনী নদীর মাছ যেমন বিলীন হচ্ছে তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় জেলেরা।জেলেদের অস্তিত্ব ও নদী গুলোর মাছ বিলুপ্তির হাত থেকে রক্ষাকল্পে বেদখলকৃত নদীর বিভিন্ন অংশ পুনরুদ্ধার ও প্রয়োজনীয় জরুরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সামাজিক সাংস্কৃতিক আন্দোলন সংগঠন ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি এফডিসি।
এফডিসি’র স্বপ্নদ্রষ্টা সভাপতি গোলাম মাওলা চৌধুরীর দিক নির্দেশনায় স্মারকলিপি প্রদান করার সময় এতে উপস্থিত ছিলেন ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি এফডিসির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন,উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু তাহের,স্টারলাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং এফডিসি’র উপদেষ্টা জাফর উদ্দিন,সাধারণ সম্পাদক শান্তি চৌধুরী,অ্যাডভোকেট রাশেদ মাযহার,মোতাহের হোসেন তারু,মহিউদ্দিন সেলিম,অজিদ বরণ দাস,রেজাউল মোর্শেদ পাশা,জি,এম আজিম মহিম,আনোয়ার হোসেন,দিদার মজুমদার,নুসরাত চৌধুরী,জসিম উদ্দিন জিকো সহ প্রমুখ।