নিজস্ব প্রতিবেদক
দাগনভূঞার ইকবাল মেমারিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র মেহেদী হাসানকে কলেজ বখাটে সহপাঠীরা প্রচন্ড রকম মারধর করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, কলেজের বিভিন্ন ছাত্রীদের মোবাইল নম্বর সংগ্রহ করে না দেয়ায় ও তাদের সাথে রিলেশনশীপ করতে সহযোগীতা না করায় মেহেদীকে বখাটে ছাত্ররা কলেজ ভবনের তৃতীয় তলায় স্কাউট ভবনে এ নির্যাতন চারায়।
এ ব্যাপারে মেহেদীর মা মমতাজ বেগম গতকাল রোববার রাতে দাগনভূঞা থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে কলেজছাত্রকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় অভিযুক্ত ছাত্রকে একটি বেঞ্চে বসিয়ে রেখে অন্য কয়েকজন ছাত্র নানা ধরনের প্রশ্ন করছেন। কিছুক্ষণ পরপর তাকে চড়-থাপ্পড় মারছেন ও লাথি দিচ্ছেন। হাতের আঙ্গুলের ছিগারেটের ছেকা দেয় মুখের ওপর সিগারেটের ধোঁয়া ছাড়ছেন। দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, এ ব্যাপারে কলেজ ছাত্রের মা থানায় মামলা দায়ের করেছেন।
বিস্তারিত পত্রিকায়