নিজস্ব প্রতিবেদক
ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল করিম মজুমদারের নামে নামকরণ করা হচ্ছে শহরের একটি সড়ক। ফেনী পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন ভ‚ঞার বাড়ি থেকে রামপুর হাফেজিয়া মাদরাসা পর্যন্ত সড়কটি নুরুল করিম মজুমদারের নামে করা হবে বলে ফেনী পৌরসভার মেয়র মেয়র ঘোষনা দিয়েছেন। গতকাল বুধবার শহরের ১৮নম্বর ওয়ার্ডের আবদুল কাদের সড়ক উদ্বোধনকালে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ঘোষণা দেন সড়কটির পাশ্ববর্তী অংশ সাংবাদিক নুরুল করিম মজুমদারের নামে অচিরেই নামকরণ করা হবে।
সড়কের নামকরণ প্রসঙ্গে মেয়র বলেন, সাংবাদিকতার ন্যায়পরায়ন এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে নুরুল করিম মজুমদার ফেনীর সাংবাদিকতার আইকন। তাঁর স্মৃতি অমর করে রাখতে এই সড়কের নামকরণ করা হবে। আমরা চাই এই শহরের খ্যাতিমান এবং বিশিষ্টজন ব্যক্তি যাঁরা রয়েছে তাদের স্মৃতি সংরক্ষন করতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সড়ক ও অবকাঠামোর নামকরণ করা হবে। নামকরণের মাধ্যমে মানুষ একশ বছর পরেও জানতে পারবে এই ব্যক্তিটি এই এলাকার জন্য কি ছিল।
পৌর কাউন্সিলর সাইফুর রহমান সাইফু জানান, স্থানীয় জনগনের দাবির পরিপ্রেক্ষিতে তিনি সড়কটি নুরুল করিম মজুমদারের নামে নামকরণের জন্য মেয়র বরাবর প্রস্তাব দেন। প্রস্তাবের পর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী এ সিদ্ধান্ত নেন। অচিরেই সড়কটি নির্মাণ কাজ শুরু করবেন বলে মেয়র ঘোষণা দিয়েছেন। সড়কটির নির্মানের প্রাক-পরিকল্পনা ও ব্যয় নির্ধারণের জন্য পৌরসভার সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। সড়কটি রামপুর পাটোয়ারী বাড়ির সংযোগস্থল পর্যন্ত নির্মিত হবে।
এসময় সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌস আরা বেগম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ভ‚ঞা রাজনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত; নুরুল করিম মজুমদার ফেনী প্রেসক্লাবের একাধিকবার সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক হকার্স এর প্রকাশক ও সম্পাদক ছিলেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), ইউএনবি, ডেইলি স্টারসহ বিভিন্ন মিডিয়ায় অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি বেশ কয়েকবার পশ্চিম উকিল পাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি ও ফেনী সেন্ট্রাল হাই স্কুলের সভাপতির দায়িত্বও পালন করেছেন। বিগত ২০২০ সালে ৫ জুলাই করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যান।