আমার ফেনী ডেস্ক
ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নের বল্লভপুর দারগা বাড়ি জামে মসজিদের নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গত রোববার মসজিদের মতোয়াল্লি মো. শাহরিয়ার আহমেদ নতুন কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটির সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক এসএম সাইফুল ইসলাম।
মো. শাহরিয়ার আহমেদ জানান, মসজিদটি ফেনী জেলার প্রাচীনতম মসজিদের মধ্যে একটি। দীর্ঘ ৭ বছল পর মসজিদের বর্তমান কমিটি করা হয়েছে। কমিটির সদস্য সংখ্যা ৩৬ জন। তিনি মসজিদটির উন্নয়নে নতুন কমিটিসহ ফেনী বাসীর নিকট দোয়া কামনা করেন।